• শনিবার, জুন ৩, ২০২৩
logoLeft বিরামপুর সরকারি কলেজ।
খবর:

প্রতিষ্ঠান পরিচিতি :::

প্রতিষ্ঠাকাল ও অবস্থানঃ নির্বাচনী এলাকা-১১,দিনাজপুর ৬ এর অন্তর্গত বিরামপুর উপজেলাধীন বিরামপুর সরকারি কলেজটি (জাতীয়করণ ০৮/০৮/২০১৮খ্রি:) অবস্থিত।দিনাজপুর জেলার ৬টি উপজেলা পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর,নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাটের  কেন্দ্রস্থল প্রস্তাবিত জেলা বিরামপুর সদরে সুনামধন্য ও ঐতিহ্যবাহী এই  সর্বোচ্চ বিদ্যাপিঠটির অবস্থান। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়ে,১৯৭২ সালে ডিগ্রী পাস এবং ১৯৮৫ সালে পূর্ণাঙ্গ ডিগ্রী পাস কোর্স এবং ২০১৩-১৪ শিক্ষাবর্ষ হতে বাংলা ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স চালু হয়ে অত্র এলাকার গরীব কৃষক ও মধ্যবিত্ত শ্রেণির সন্তান-সন্ততিদের মধ্যে শিক্ষা বিস্তার করে আসছে। ১৯৬৮ সালের ৩রা নভেম্বর বর্তমান স্থানে ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন জনাব এ.কে.এম যাকারিয়া জেলা প্রশাসক, দিনাজপুর। বিরামপুর সরকারি কলেজ স্থাপনে প্রধান উদ্দ্যোক্তা ছিলেন তৎকালীন বিরামপুর ইউপি চেয়ারম্যান জনাব মরহুম ফজলার রহমান মন্ডল। তিনি প্রতিষ্ঠালগ্নে কলেজ অফিস পরিচালনার জন্য তার বাসগৃহ কলেজ বরাবরে ছেড়ে দেন।  বিরামপুর সরকারি কলেজ প্রতিষ্ঠালগ্নে মরহুম ফজলার রহমানের সাথে আরো যাঁরা একনিষ্ট ও নিঃস্বার্থভাবে অগ্রনী ভূমিকা পালন করেন তাদের মধ্যে (১) মরহুম ডাঃ ওয়াকিল উদ্দিন মন্ডল, প্রাক্তন MNA (২)মরহুম আব্দুর রহমান মন্ডল (৩) মরহুম ডাঃ সমির উদ্দিন আহম্মেদ (MBBS) (৪) মরহুম অধ্যক্ষ আব্দুর গফুর মোল্লা (৫) মরহুম সোলায়মান আলী, বি,এ (আলিগড়) (৬) মরহুম অধ্যক্ষ আব্দুর গফুর মোল্লা (৭) উপাধ্যক্ষ আব্দুল কাফী মন্ডল প্রমুখ। আরো অনেকে নিঃস্বার্থভাবে শ্রম দিয়েছেন তাদের মধ্যে (১) জনাব মরহুম বছির উদ্দীন সরকার, (২) মরহুম জনাব আছর উদ্দিন মন্ডল অন্যতম।পরতিষ্ঠালগ্নে বিশিষ্ট ব্যবসায়ী জনাব মরহুম কোবাদ হোসেন মন্ডল (ডাঙ্গাপাড়া) কলেজ তহবিলে প্রতিমানে ১০০১/- (এক হাজার এক) টাকা, জনাব, মরহুম আঃ রশিদ মন্ডল (গ্রাম লোহাচড়া, ডাঙ্গাপাড়া) প্রতি মাসে ৫০১/- (পাচশত এক) টাকা দান করতেন।

সর্বশেষে বলা যায় ১৯৬৪ সালের হাকিমপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও ফুলবাড়ী থানার বিপুল সংখ্যক বিদ্যোৎসাহী, দাতা, সমাজকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ী বৃন্দের সক্রিয় সহযোগিতার ফসল আজকের এই বিরামপুর  সরকারি কলেজ।

বিস্তারিত.pdf

অধ্যক্ষ পরিচিতি:———বিস্তারিত-1.pdf

অধ্যক্ষ মহোদয়ের বাণী

বিস্‌মিল্লাহির রহ্‌মানির রহিম

অদৈত্য কুমার

প্রায় দুই শতাব্দী আগে শিল্প বিপ্লবের  কারণে সভ্যতার গতিপ্রকৃতি পরিবর্তন হয়েছে, একুশ শতকে তথ্য প্রযুক্তির বিপ্লবের ভেতর দিয়ে আবার সেই গতি প্রকৃতি পরিবর্তন হচ্ছে। এই তথ্য প্রযুক্তির বিপ্লবের অংশীদার হয়ে অত্র কলেজের ওয়েব সাইট একটি  অভাবিত সুযোগ এনে দিয়েছে। তথ্য প্রযুক্তির সুষ্ঠু ব্যবহার করে সর্ব ক্ষেত্রে কাংখিত দক্ষতা অর্জন করা সম্ভব। কলেজ প্রশাসন পরিচালনায়,ব্যবস্থাপনায়  এবং ঘরে বসে শিক্ষার্থীরা বিভিন্ন তথ্য সংগ্রহে ওয়েবসাইট অনেক বড় ভুমিকা পালন করবে বিশ্বাস করি।

সর্বোপরি, প্রস্তাবিত বিরামপুর জেলার (দক্ষিন দিনাজপুর অঞ্চল) বিরামপুর সরকারি কলেজের ঐতিহ্য ও সুনাম অর্জন যেন বিঘ্নিত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।

অদৈত্য কুমার

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)

ফেসবুক পেজ আপডেট

পরিদর্শক