









জরুরি বিজ্ঞপ্তি তারিখ:২৪/০৬/২০২০
———————————————————————————-
প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো হুবহু তুলে ধরা হলো:
১। করোনাভাইরাস সম্পর্কে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ভাইরাস সম্পর্কিত সচেতনতা কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।
২। লুকোচুরির দরকার নেই, করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হোন।
৩। পিপিই সাধারণভাবে সকলের পরার দরকার নেই। চিকিৎসা সংশ্লিষ্ট সকলের জন্য পিপিই নিশ্চিত করতে হবে। এই রোগ চিকিৎসায় ব্যবহৃত পিপিই, মাস্কসহ সকল চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত রাখা এবং বর্জ্য অপসারণের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে।
৪। কোভিড-১৯ রোগের চিকিৎসায় নিয়োজিত সকল চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ান, পরিচ্ছন্নতাকর্মী, অ্যাম্বুলেন্স চালকসহ সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ অগ্রাধিকার প্রদান করতে হবে।
৫। যারা হোম কোয়ারেন্টিনে বা আইসোলেশনে আছেন, তাদের প্রতি মানবিক আচরণ করতে হবে।
৬। নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
৭। নদীবেষ্টিত জেলাসমূহে নৌ-অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে।
৮। অন্যান্য রোগে আক্রান্তদের যথাযথ স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসাসেবা অব্যাহত রাখতে হবে।
৯। পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। সারাদেশের সকল সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে হবে।
১০। আইন-শৃঙ্খলা বিষয়ে দৃষ্টি দিতে হবে। জাতীয় এ দুর্যোগে স্বাস্থ্যসেবা বিভাগ, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগসহ সকল সরকারি কর্মকর্তাগণ যথাযথ ও সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছেন- এ ধারা অব্যাহত রাখতে হবে।
১১। ত্রাণ কাজে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না।
১২। দিনমজুর, শ্রমিক, কৃষক যেন অভুক্ত না থাকে। তাদের সাহায্য করতে হবে। খেটে খাওয়া দরিদ্র জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত তালিকা তৈরি করতে হবে।
১৩। সোশ্যাল সেফটি নেট কার্যক্রম অব্যাহত থাকবে।
১৪। অর্থনৈতিক কর্মকাণ্ড যেন স্থবির না হয়, সে বিষয়ে যথাযথ নজর দিতে হবে।
১৫। খাদ্য উৎপাদন ব্যবস্থা চালু রাখতে হবে, অধিক প্রকার ফসল উৎপাদন করতে হবে। খাদ্য নিরাপত্তার জন্য যা যা করা দরকার করতে হবে। কোনো জমি যেন পতিত না থাকে।
১৬। সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে হবে, যাতে বাজার চালু থাকে।
১৭। সাধারণ কার্যক্রম অব্যাহত থাকবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে।
১৮। জনস্বার্থে বাংলা নববর্ষের সকল অনুষ্ঠান বন্ধ রাখতে হবে যাতে জনসমাগম না হয়। ঘরে বসে ডিজিটাল পদ্ধতিতে নববর্ষ উদযাপন করতে হবে।
১৯। স্থানীয় জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের সকল স্তরের জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। প্রশাসন সকলকে নিয়ে কাজ করবে।
২০। সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সমন্বয় করে ত্রাণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করবেন।
২১। জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন ওয়ার্ডভিত্তিক তালিকা প্রণয়ন করে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করবেন।
২২। সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যেমন: কৃষি শ্রমিক, দিনমজুর, রিক্সা/ভ্যানচালক, পরিবহন শ্রমিক, ভিক্ষুক, প্রতিবন্ধী, পথশিশু, স্বামী পরিত্যক্তা/বিধবা নারী এবং হিজড়া সম্প্রদায়ের প্রতি বিশেষ নজর রাখাসহ ত্রাণ সহায়তা প্রদান নিশ্চিত করতে হবে।
২৩। প্রবীণ নাগরিক ও শিশুদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২৪। দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলি (এসওডি) যথাযথভাবে প্রতিপালনের জন্য সকল সরকারি কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছি।
২৫। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন, সরবরাহ ও নিয়মিত বাজারজাতকরণ প্রক্রিয়া মনিটরিংয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
২৬। আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য ক্রয় করবেন না। খাদ্যশস্যসহ প্রয়োজনীয় সকল পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে।
২৭। কৃষকগণ নিয়মিত চাষাবাদ চালিয়ে যাবেন। এক্ষেত্রে সরকারি প্রণোদনা অব্যাহত থাকবে।
২৮। সকল শিল্প মালিক, ব্যবসায়ী ও ব্যক্তি পর্যায়ে নিজ নিজ শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়ি-ঘর পরিষ্কার রাখবেন।
২৯। শিল্প মালিকগণ শ্রমিকদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে উৎপাদন অব্যাহত রাখবেন।
৩০। গণমাধ্যম কর্মীরা জনসচেতনতা সৃষ্টিতে যথাযথ ভূমিকা পালন করে চলেছেন। এক্ষেত্রে বিভিন্ন ধরনের গুজব ও অসত্য তথ্য যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
৩১। গুজব রটানো বন্ধ করতে হবে । ডিজিটাল প্লাটফর্মে নানা গুজব রটানো হচ্ছে। গুজবে কান দিবেন না এবং গুজবে বিচলিত হবেন না।
———————————————————————–
পরীক্ষার পরিবর্তিত সময়সূচি একাদশ **** তারিখ: ১২/১১/১৯ খ্রি:
তারিখ | বর্ষ মধ্য পরীক্ষা বিকাল ২.০০ –৫.০০মি. | সাময়িক একাদশ বিকাল ২.০০ – ৫.০০মি. | |
বিএম একাদশ শ্রেণি | একাদশ শ্রেণি | তারিখ | |
১২/১১/১৯ | বাংলা-১ | বাংলা-১ম ও ২য় পত্র | ১২/১১/১৯ |
১৩/১১/১৯ | ইংরেজি-১ | ইংরেজি-১ম ও ২য় পত্র | ১৩/১১/১৯ |
১৬/১১/১৯ | কম্পি.অ.এ্যাপ:-১ | আইসিটি | ১৬/১১/১৯ |
১৮/০১১/১৯ | ব্যব গণিত ও পরি | পৌনী/অনী/যুক্তি/রসা/হিবি-১ম ও ২য় | ১৮/১১/১৯ |
১৯/১১/১৯ | হিসাব বিজ্ঞান-১ | কৃষি/পরি/মনো-১ম ও ২য় | ১৯/১১/১৯ |
২১/১১/১৯ | অর্থ ও বা.ভূগোল | গণিত/ভূ/সমাজ/বিপনন-১ম ও ২য় | ২১/১১/১৯ |
২৭/১১/১৯ | ব্যব:সংগঠন -১ | ইতি/ইস-ইতি/পদা/ব্যব-১ম ও ২য় | ২৭/১১/১৯ |
৩০/১১/১৯ | মার্কেটিং নীতি-১ | জীব/ইশি-১ম ও ২য় | ৩০/১১/১৯ |
০১/১২/১৯ | ব্যবসায় উদ্যোগ | ||
০২/১২/১৯ | কম্পি. প্রোগ্রামিং | ||
০৩/১২/১৯ | ফিন্যান্স ব্যাংকিং | ||
০৫/১২/১৯ | সেক্রে প্র্যাকটিসেস |
অনিয়মিত/টিসি/পুন:ভর্তির জন্য বিজ্ঞপ্তি তারিখ : ৩১/১০/২০১৯
পরীক্ষার সময়সূচি **** প্রকাশ তারিখ: ২৪/১০/১৯ খ্রি:
বিরামপুর সরকারি কলেজ,বিরামপুর,দিনাজপুর
পরীক্ষার সময়সূচি দ্বাদশ **** প্রকাশ তারিখ: ২০/১০/১৯ খ্রি:
তারিখ | টেস্ট পরীক্ষা সকাল ৯.০০টা হতে দুপুর ১২.০০ টা | বর্ষ মধ্য পরীক্ষা সকাল ৯.০০টা হতে দুপুর ১২.০০ টা |
দ্বাদশ শ্রেণি | বিএম দ্বাদশ শ্রেণি | |
১১/১১/১৯ | বাংলা-১ম পত্র | বাংলা-২ |
১২/১১/১৯ | বাংলা-২য় পত্র | ইংরেজী-২ |
১৩/১১/১৯ | ইংরেজি-১ম পত্র | কম্পি.অ.এ্যাপ:-২ |
১৪/০১১/১৯ | ইংরেজি-২য় পত্র | বিজনেজ ইংলিশ |
১৬/১১/১৯ | আইসিটি | হিসাব বিজ্ঞান-২ |
১৭/১১/১৯ | পৌনী/অনী/রসা/হিবি-১ম | অফিস ম্যানেজ. |
১৮/১১/১৯ | পৌনী/অনী/রসা/হিবি-২য় | ব্যব:সংগঠন-২ |
১৯/১১/১৯ | কৃষি/পরি/মনো-১ম | মার্কেটিং নীতি -২ |
২০/১১/১৯ | কৃষি/পরি/মনো-২য় | ক্ষুদ্র ব্যবস্থাপনা |
২১/১১/১৯ | গণিত/ভূ/সমাজ/বিপনন-১ম | ডাটাবেজ ম্যানে. |
২৩/১১/১৯ | গণিত/ভূ/সমাজ/বিপনন-২য় | ব্যাংকিং হি.রক্ষণ |
২৪/১১/১৯ | ইতি/ইস-ইতি/যুবি/পদা/ব্যব-১ম | লাইফ স্কিল |
২৫/১১/১৯ | ইতি/ইস-ইতি/যুবি/পদা/ব্যব-২য় | |
২৬/১১/১৯ | জীব/ইশি-১ম | |
২৭/১১/১৯ | জীব/ইশি-২য় |
১.শিক্ষার্থীর তালিকা ও হিসাব পরিশোধ অনুযায়ী প্রবেশপত্র বিতরণ >>> ০৯/১১/১৯ ২. ড্রেস, আইডি কার্ড এবং প্রবেশপত্র ব্যতিত পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ ৩. পরীক্ষার হলে মোবাইল বা কোন ইলেক্ট্রনিস ডিভাইস নিয়ে প্রবেশ নিষিদ্ধ ৪. ফলাফল : ০৭/১২/১৯ ইং ৫. পরীক্ষার পর রোটিন অনুযায়ী ক্লাস চলমান থাকবে।
তারিখ | বর্ষ মধ্য পরীক্ষা বিকাল ২.০০ –৫.০০মি. | সাময়িক একাদশ বিকাল ২.০০ – ৫.০০মি. | |
বিএম একাদশ শ্রেণি | একাদশ শ্রেণি | তারিখ | |
১২/১১/১৯ | বাংলা-১ | ||
১৩/১১/১৯ | ইংরেজি-১ | বাংলা-১ম ও ২য় পত্র | ১২/১১/১৯ |
১৬/১১/১৯ | কম্পি.অ.এ্যাপ:-১ | ইংরেজি-১ম ও ২য় পত্র | ১৩/১১/১৯ |
১৮/০১১/১৯ | ব্যব গণিত ও পরি | ||
১৯/১১/১৯ | হিসাব বিজ্ঞান-১ | আইসিটি | ১৬/১১/১৯ |
২১/১১/১৯ | অর্থ ও বা.ভূগোল | ||
২৩/১১/১৯ | ব্যব:সংগঠন -১ | পৌনী/অনী/যুক্তি/রসা/হিবি-১ম ও ২য় | ১৮/১১/১৯ |
২৫/১১/১৯ | মার্কেটিং নীতি-১ | কৃষি/পরি/মনো-১ম ও ২য় | ১৯/১১/১৯ |
২৭/১১/১৯ | ব্যবসায় উদ্যোগ | ||
৩০/১১/১৯ | কম্পি. প্রোগ্রামিং | গণিত/ভূ/সমাজ/বিপনন-১ম ও ২য় | ২১/১১/১৯ |
০১/১২/১৯ | ফিন্যান্স ব্যাংকিং | ||
০২/১২/১৯ | সেক্রে প্র্যাকটিসেস | ইতি/ইস-ইতি/পদা/ব্যব-১ম ও ২য় | ২৩/১২/১৯ |
জীব/ইশি-১ম ও ২য় | ২৫/১২/১৯ |
১.শিক্ষার্থীর তালিকা ও হিসাব পরিশোধ অনুযায়ী প্রবেশপত্র বিতরণ >>> ০৯/১১/১৯ ২. ড্রেস, আইডি কার্ড এবং প্রবেশপত্র ব্যতিত পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ ৩. পরীক্ষার হলে মোবাইল বা কোন ইলেক্ট্রনিস ডিভাইস নিয়ে প্রবেশ নিষিদ্ধ ৪. ফলাফল : ০৭/১২/১৯ ইং
৫. পরীক্ষার পর রোটিন অনুযায়ী ক্লাস চলমান থাকবে।
১. এতদ্বারা উচ্চ মাধ্যমিক(একাদশ) শ্রেণিতে ভর্তিচ্ছুক অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে ১৩/০৯/২০২০ তারিখে নির্বাচত শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, তাদের ভর্তি সংক্রান্ত কাজ নিম্নসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
তারিখ | শাখা |
১৩ /০৯/২০২০ দুপুর ১১টা হতে ১৫/০৯/২০২০ বিকাল ৪ ঘটিকা | মানবিক,বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা |
২. শিওরক্যাশের মাধ্যমে নির্ধারিত ফি এসএসসি রোল অনুযায়ী ( ছাত্র-১৫০০/- ও ছাত্রী-১৩৮০/-) জমা দিয়ে কলেজ নির্ধারিত আবেদন ফরম পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ভর্তি কমিটির নিকট জমা দিয়ে রোল নং সংগ্রহ করতে হবে।
উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পঠিতব্য বিষয় নিম্নভাবে নির্বাচন করতে হবে।
শাখা | আবশ্যিক বিষয় | ঐচ্ছিক বিষয় (যে কোন তিনটি) | চতুর্থ বিষয় (যে কোন ১টি) |
বিজ্ঞান | ১.বাংলা(১০১,১০২) ২.ইংরেজি-(১০৭,১০৮) ৩.আইসিটি (২৭৫) | ১.পদার্থ বিজ্ঞান(১৭৪,১৭৫) ২.রসায়ন(১৭৬,১৭৭) ৩.জীববিজ্ঞান(১৭৮,১৭৯) ৪.উচ্চতর গণিত(২৬৫,২৬৬) | ১.জীববিজ্ঞান(১৭৮,১৭৯) ২.উচ্চতরগণিত(২৬৫,২৬৬) ৩.ভূগোল(১২৫,১২৬) ৪.মনোবিজ্ঞান(১২৩,১২৪) ৫.পরিসংখ্যান(১২৯,১৩০) |
মানবিক | ঐ | ১.ভূগোল (১২৫,১২৬) ২.ইতিহাস ( ৩০৪,৩০৫ ) ৩.যুক্তিবিদ্যা (১২১,১২২) ৪.ইসলামের ইতিহাস (২৬৭,২৬৮) ৫.পৌরনীতি ও সুশাসন (২৬৯,২৭০) অথবা অর্থনীতি (১০৯,১১০) ৬. সমাজবিজ্ঞান (১১৭,১১৮) | মনোবিজ্ঞান (১২৩,১২৪) অথবা কৃষি শিক্ষা ( ২৩৯,২৪০ ) অথবা ইসলাম শিক্ষা (২৪৯,২৫০ ) |
ব্যবসায় শিক্ষা | ঐ | ১. হিসাববিজ্ঞান (২৫৩.২৫৪) ২.ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (২৭৭,২৭৮) ৩.উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (২৮৬,২৮৭) | পরিসংখ্যান (১২৯,১৩০) |
৪. প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি: ক. মূলকপি : এসএসসি / সমমান —মূল নম্বরপত্র / একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং প্রশংসাপত্র খ. ছবি স্ট্যাম্প সাইজ-৪ এবং পাসপোর্ট সাইজ-৪ গ. ফটোকপি প্রত্যেকটির ২টি করে ( ১. নম্বপত্র ২.প্রশংসাপত্র ৩. পিতার জাতীয় পরিচয়পত্র ৪. মাতার জাতীয় পরিচয়পত্র ) ***নতুন শিক্ষার্থীদের জন্য নির্দেশিকা ***
১. কলেজ ক্লাস চলমান হলে সকাল ৮.৩০মি. জাতীয় পতাকা উত্তোলন মঞ্চে উপস্থিতি বাধ্যতামূলক। ২.নির্ধারিত ড্রেসে ক্লাস করা বাধ্যতামূলক।ছেলেদের সাদা সার্ট ও কালো প্যান্ট, মেয়েদের ওড়না ও ছেলোয়ার/বোরখা কালো এবং কামিজ/স্কার্ফ সাদা (ক্লাস আরম্ভ হবার ১ মাস পর ড্রেস ছাড়া ক্লাসে প্রবেশ নিষিদ্ধ) ৩.কলেজে অবস্থান কালে গলায় আইডি ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক। ৪.স্মার্ট মোবাইল ফোন নিয়ে ক্লাসে প্রবেশ নিষিদ্ধ তবে সাধারন ফোন রাখা যাবে। ৫.সকল পরীক্ষায় সকল ধরণের মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ। ৬.ভর্তির সময় অভিভাবকের সঠিক মোবাইল নম্বর প্রদান। ৭.প্রতি অধ্যায় শেষে ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। ৮.বার্ষিক পরীক্ষায় সকল বিষয়ে পাশ না করলে একাদশে পুনরায় ভর্তি। ৯. নির্বাচনী পরীক্ষায় সকল বিষয়ে উত্তীর্ণ না হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণ করা যাবে না। ১০. নিয়মিত ক্লাস না করলে উপবৃত্তির আবেদন গ্রহণ করা হবে না। ১১. সকল নোটিশ কলেজ ওয়েবসাইটে :birampurcollege.edu.bd
** একাদশ শ্রেণিতে ভর্তি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি **
সূত্র:Admissionwebsite:www.xiclassadmission.gov.bd
বিরামপুর সরকারি কলেজে ভর্তি উচ্ছুক শিক্ষার্থীদের অবগত করা যাচ্ছে যে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট শিক্ষার্থী,অভিভাবক,শিক্ষক,অপারেটরসহ সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক নিম্ন সময়সূচি অনুযায়ী ভর্তি সম্পন্ন করতে হবে।
২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য নিম্নোক্ত সূচি অনুসরণ করতে হবে:
ক্রমিক | বিষয় | তারিখ |
১ | ভর্তির অন-লাইনে আবেদন | ০৯/০৮/২০২০ থেকে ২০/০৮/২০২০ |
২ | ১ম পযায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ | ২৫/০৮/২০২০ |
৩ | শিক্ষার্থীর Selection নিশ্চায়ন(না করলে আবেদন বাতিল) | ২৬/০৮/২০২০ থেকে ৩০/০৮/২০২০ |
৪ | ২য় পযায়ে আবেদন গ্রহণ | ৩১/০৮/২০২০ থেকে ০২/০৯/২০২০ |
৫ | পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশ | ০৪/০৯/২০২০ |
৬ | ২য় পযায়ে আবেদনের ফল প্রকাশ | ০৪/০৯/২০২০ |
৭ | ২য় পযায়ে শিক্ষার্থীর Selection নিশ্চায়ন(না করলে আবেদন বাতিল) | ০৫/০৯/২০২০ থেকে ০৬/০৯/২০২০ |
৮ | ৩য় পযায়ে আবেদন গ্রহণ | ০৭/০৯/২০২০ থেকে ০৮/০৯/২০২০ |
৯ | পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল প্রকাশ | ১০/০৯/২০২০ |
১০ | ৩য় পযায়ে আবেদনের ফল প্রকাশ | ১০/০৯/২০২০ |
১১ | ৩য় পযায়ে শিক্ষার্থীর Selection নিশ্চায়ন(না করলে আবেদন বাতিল) | ১১/০৯/২০২০ থেকে ১২/০৯/২০২০ |
১২ | কলেজ ভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ | ১৩/০৯/২০২০ |
১৩ | ভর্তি | ১৩/০৯/২০২০ থেকে ১৫/০৯/২০২০ |
————————————————————————————————
ফরমপূরণ বিজ্ঞপ্তি ** তারিখ : ১২-১২-১৯
২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরমপূরণ নিম্নসূচি ও শর্ত অনুযায়ী হবে। তারিখ: ১৭/১২/১৯ হতে ২২/১২/১৯ সকাল ১০.০০ টা হতে বিকাল ৩টা
শর্ত: (১) নির্বাচনী পরীক্ষার প্রবেশপত্র (২)পুন:ভর্তি যারা তাদের আবেদন লাগবে (আবেদনে তাং১১/১১/২০১৯ উল্লেখ থাকবে) (৩) নির্বাচনী ফলাফল শীটে রোল থাকা বাধ্যতামূলক এবং টাকা জমা শিওরক্যাশে তবে অনিয়মিতদের টাকা জমা রুপালী ব্যাংকে। (৪)উপাধ্যক্ষ কর্তৃক র্নির্ধারিত সরবরাহকৃত ফরম পূরণ করতে হবে। (৫) Final প্রিন্ট কপিতে স্বাক্ষর ০১/০১/২০২০ তারিখে (৬) ২০১৯ সালে যারা জিপিএ উন্নয়ন/ ১ /২ বিষয়ে অকৃতকায তাদের অধ্যক্ষ বরাবরে আবেদন আবশ্যক (তারিখ উল্লেখ থাকবে ২১/১১/২০১৯)
৭. ফরম জমা কমিটির নিকট মানবিক- ক জনাব মোছা: শামিমা সুলতানা,প্রভাষক, সমাজবিজ্ঞান মানবিক –খ ও ব্যবসায় শিক্ষা জনাব মো: সুলতান মাহমুদ আলমগীর,প্রভাষক বিজ্ঞান –জনাব মো: শামিম হোসেন,প্রভাষক,ভূগোল সকল অনিয়মিত,টিসি,পুন:ভর্তি জনাব শ্রী সুশীল চন্দ্র দাস
যাদের সমস্যা তাদের যোগাযোগ: জনাব মো: সাজেদুল ইসলাম,প্রভাষক,দর্শন।
৮. ২০০ টাকা বিলম্ব ফিসহ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণ ২৬ ও ২৯ ডিসেম্বর/২০১৯
****** এক নজরে হিসাব বিবরণী ***** ১) বিজ্ঞান নিয়মিত = ২৭০০/- টাকা, পুন:ভর্তি = ২৮০০/-টাকা, মান উন্নয়ন = ২৮০০/-টাকা ২) মানবিক-খ = ২৪২০/- টাকা পুন:ভর্তি = ২৫২০/-টাকা, মান উন্নয়ন = ২৫২০/-টাকা ৩) মান-ক / ব্যবসা নিয়মিত = ২২৮০/-টা, পুন:ভর্তি= ২৩৮০/-টা, মান উন্নয়ন=২৩৮০/-টাকা ৪) এক বিষয় (ব্যবহারিক ছাড়া =৯২০/-টাকা এবং ব্যবহারিক হলে =১১১০/-টাকা) ৫) দুই বিষয় (ব্যব ছাড়া =১১২০/-এবং ব্যব ১ হলে =১৩১০/-টাকা, ব্যব ২ হলে =১৪৫০/-টাকা) ৬) অনিয়মিত (বিজ্ঞান.. ২৭০০/-টাকা, মানবিক / ব্যবসায় শিক্ষা =২৪২০/-টাকা)