History

 

দিনাজপুর জেলার দক্ষিণ অঞ্চলের ঘোড়াঘাট, নবাবগঞ্জ, হাকিমপুর থানার অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠির সন্তানদের মাঝে শিক্ষা বিস্তারের মহৎ উদ্দেশ্যে ১ জুলাই ১৯৬৪ইং তারিখে বিরামপুরে অত্র কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৯৭২ সালে ডিগ্রি কোর্স, ১৯৯৫ সালে এইচ.এস.সি ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাক্রম ও ২০১৩-০১৪ শিক্ষাবর্ষ হতে বাংলা ও ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক সম্মান কোর্স চালু হয়। ১৯৬৮ সালের ৩রা নভেম্বর বর্তমান স্থানে ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন জনাব এ.কে.এম যাকারিয়া জেলা প্রশাসক, দিনাজপুর। বিরামপুর কলেজ স্থাপনে প্রধান উদ্দ্যোক্তা ছিলেন তৎকালীন বিরামপুর ইউপি চেয়ারম্যান জনাব মরহুম ফজলার রহমান মন্ডল। তিনি প্রতিষ্ঠালগ্নে কলেজ অফিস পরিচালনার জন্য তার বাসগৃহ কলেজ বরাবরে ছেড়ে দেন।

বিরামপুর কলেজ প্রতিষ্ঠালগ্নে মরহুম ফজলার রহমানের সাথে আরো যাঁরা একনিষ্ট ও নিঃস্বার্থভাবে অগ্রনী ভূমিকা পালন করেন তাদের মধ্যে (১) মরহুম ডাঃ ওয়াকিল উদ্দিন মন্ডল, প্রাক্তন MNA (২)মরহুম আব্দুর রহমান মন্ডল (৩) মরহুম ডাঃ সমির উদ্দিন আহম্মেদ (MBBS) (৪) মরহুম অধ্যক্ষ মাওঃ এ্যাডঃ তছির উদ্দিন (৫) মরহুম সোলায়মান আলী, বি,এ (আলিগড়) (৬) মরহুম অধ্যক্ষ আব্দুর গফুর মোল্লা (৭) উপাধ্যক্ষ আব্দুল কাফী মন্ডল প্রমুখ। আরো অনেকে নিঃস্বার্থভাবে শ্রম দিয়েছেন তাদের মধ্যে (১) জনাব মরহুম বছির উদ্দীন সরকার, (২) মরহুম জনাব আছর উদ্দিন মন্ডল অন্যতম।

প্রতিষ্ঠালগ্নে বিশিষ্ট ব্যবসায়ী জনাব মরহুম কোবাদ হোসেন মন্ডল (ডাঙ্গাপাড়া) কলেজ তহবিলে প্রতিমাসে ১০০১/- (এক হাজার এক) টাকা, জনাব, মরহুম আঃ রশিদ মন্ডল (গ্রাম লোহাচড়া, ডাঙ্গাপাড়া) প্রতি মাসে ৫০১/- (পাচশত এক) টাকা দান করতেন।

সর্বশেষে বলা যায় ১৯৬৪ সালের হাকিমপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও ফুলবাড়ী থানার বিপুল সংখ্যক বিদ্যোৎসাহী, দাতা, সমাজকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ী বৃন্দের সক্রিয় সহযোগিতার ফসল আজকের এই বিরামপুর  কলেজ।

সরকারিকরণের লক্ষ্যে কলেজের ডিড অফ গিফট্ সম্পন্ন হয় ১১/০৫/২০১৭ইং । দাতা মো: ফরহাদ হোসেন, অধ্যক্ষ,বিরামপুর কলেজ।

     *প্রতিষ্ঠালগ্নে জমিদান *

ক্রমিক দাতার নাম ঠিকানা জমির পরিমান দলিলের সাল
০১ মরহুম নিয়ামত আলী মন্ডল বিরামপুর,দিনাজপুর ০.৪২ একর ২৮/০৮/৬৪
০২ মরহুম আব্দুর রহমান মন্ডল দোসরা পলাশাবাড়ী, বিরামপুর, দিনাজপুর ৩.২০ একর ১১/০১/৬৫
০৩ মরহুম কোবাদ হোসেন মন্ডল দেবখন্ডা, ডাঙ্গাপাড়া,হাকিমপুর ১০.১০ একর ১৩/০৩/৬৭
০৪ মরহুম তফিল উদ্দিন মন্ডল একুইর,বিরামপুর,দিনাজপুর ২.১৬ একর ১৩/০৬/৬৭
০৫ মরহুম ডাঃ ওয়াকিল উদ্দিন মন্ডল বিরামপুর,দিনাজপুর ৪.৬৫ একর ০৭/১১/৭০

সরকারিকরণ : ০৮/০৮/২০১৮ খ্রি:
নামকরণ হয় বিরামপুর সরকারি কলেজ।

 

Birampur Govt. College © 2018 Misoftbd